Wellcome to National Portal
Main Comtent Skiped

EK NOJORE

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লি: (বিটিসিএল) যাহা পুর্বে বাংলাদেশ তার ও টেলিফোন বোড ‍নামে পরিচিতি ছিল। বাংলাদেশের্ একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন  টেলিফোন (পিএসটিএন)সেবাদান কারী প্রতিষ্ঠান। রাজবাড়ী বিটিসিএল কার্যালয়টি সহকারী বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়। প্রতিষ্ঠানটির দপ্তর প্রধানের পদবী সহকারী বিভাগীয় প্রকৌশলী টেলিকম, বিটিসিএল রাজবাড়ী। সহকারী বিভাগীয় প্রকৌশলী টেলিকম রাজবাড়ী এর অধীনে রাজবাড়ী সদর সহ পাংশা, বালিয়াকান্দি, কালূখালী এবং গোয়ালন্দ উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ সমুহের সেবা পরিচালিত হয়। সহকারী বিভাগীয় প্রকৌশলীর অধীনে কয়েকটি উপ-সহকারী প্রকৌশলীর পদ রয়েছে।